Posts

হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস সম্পর্কিত-

 এতদ্বারা হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম,দশম ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল ১১টায় জুম এপস এ গণিতের ক্লাশ হবে।তাই উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে জুম আইডি 520 841 7914 এবং পাস ওয়ার্ড 102030 তে প্রবেশ করে ক্লাসে যুক্ত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।                         বিদ্যালয় কর্তৃপক্ষ

এসাইনমেন্ট গ্রহণ ও জমাদানের তারিখ---

Image
৮ম ও ৯ম শ্রেণির এসাইনমেন্ট বিতরণ ও জমা   ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির এসাইনমেন্ট বিতরণ ও জমা।

বিষয়টি অতীব জরুরি----

Image

ব্যাচ-২০২০ স্মৃতিচারণ

Image
  অদ্য ৩ অক্টোবর ২০১৯ ইং রোজঃবৃহস্পতিবার হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০২০ সালের ব্যাচের সমাপনী ক্লাসের অংশ হিসেবে স্মৃতিচারণমূলক ও পরীক্ষায় ভালো ফলাফলের নির্দেশনামূলক অনুষ্ঠান পালন করা হয়। দশম শ্রেণি ক শাখার শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় ও মোঃ ইমরান উদ্দীনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পক্ষ হতে তৌহিদ,ইব্রাহীম,শাহাদাত,ইমাম,সাগর,সাবিনা,পুষ্পা,সাহেনা,সুমাইয়া,তৃষা এবং আরো অনেকে তাদের মধুমাখা স্মৃতিবিজড়িত কথামালা ব্যক্ত করে। পরীক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক জয়নাল আবেদীন স্যার,প্রদীপ বড়ুয়া স্যার,সঞ্জয় চক্রবর্তী স্যার,কে.পি.এম জয়নাল আবেদীন স্যার,লোকমান হাকিম স্যার,আজিজ স্যার,লোকমান হোসেন স্যার ও সহকারী প্রধান শিক্ষক সেলিম স্যার। সবিশেষ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুল হায়দার স্যার পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে ও সবার জন্য শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের সব ছবি ফেসবুকে দেখতে নিচের ছবিতে ক্লিক করুন-